Narrative বা আখ্যানের গঠনের উপর ভিত্তি করে হিচককের পরিচালিত ফ্লিম "Murder"
Narrative বা আখ্যানের গঠনের উপর ভিত্তি করে হিচককের পরিচালিত Film "Murder"
Murder Film 1930
মার্ডার ফ্লিমটি Alfred Hitchcock পরিচালনা করেছিলেন।ছবিটি তৈরি করেছিলেন British international Pictures।এটি স্যার জনের উপন্যাস থেকে নেওয়া হয়েছিল যদিও পড়ে হিচকক প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করেছিলেন।
মার্ডার ফ্লিমটির প্লটঃ-
১৯৩০ সালে এক ভ্রমণকারী থিয়েটার দলের এক তরুনী অভিনেত্রী Diana Baringকে সেই থিয়েটারেই এক অন্য অভিনেত্রী Edna Druce এর খুন হওয়া লাশের পাশে পুলিশ সনাক্ত করেন।Poker (একটি দন্ডের মতো বস্তু) যেটি দিয়ে Edna কে আঘাত করে খুন করা হয়েছিল সেটি Diana এর পায়ের কাছেই পড়েছিল,পুলিশ এই বিষয়ে diana কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ঘটনাটি যে কি ঘটেছে তার আদ্যোপান্ত কিছুই মনে নেই।পুলিশ তাকে গ্রেফতার করেন এবং সামগ্রিক ভাবে দুই অভিনেত্রীর সিনেমা জগতে পরস্পরের কেরিয়ারের শত্রুতা থেকেই খুন তা প্রাথমিকভাবে পুলিশ মনে করেন।
এবং আদালতে তাকে পেশ করার পর নিজের সমর্থনে কোন বক্তব্য না রেখে নিশ্চুপ থাকেন এবং তাকে কোন প্রশ্ন করলেও এড়িয়ে যান।এবং বেশীরভাগ জুরি বেঞ্চের ব্যাক্তি তাকে দোষী সাব্যস্ত করেন।কিন্তু সেই জুরি বেঞ্চের মধ্যে একজন বিখ্যাত অভিনেতা,পরিচালক Sir John Menier ছিলেন।তিনি সেই মেয়েটিকে নির্দোষ বলে মনে করেন।কিন্তু জুরি বেঞ্চের সকলের চাপে দোষী বলে ভোট দেন।তিনি নিজেকে অপরাধী বলে মনে করতে থাকেন কারন তিনিই এই মেয়েটিকে জীবনের অভিজ্ঞতার জন্য ভ্রমন করা যায় এমন কাজ বেছে নিতে বলেছিলেন এবং তিনি এটিও জানতেন এই মেয়েটি ছোটে থেকে তার ভক্ত। তিনি সেই থিয়েটারের স্টেজ ম্যানেজার Ted Markham এবং তার স্ত্রী Douice এর সহায়তায় তদন্ত শুরু করেন।এবং তারা ক্রমেই তদন্ত দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায় এবং সেই থিয়েটারের একজন অভিনেতা Handel Fane কে দোষী হিসেবে সনাক্ত করেন।কিন্তু তার বিরুদ্ধে সরাসরি কোনো তথ্য জোগাড় করতে পারে না।এদিকে স্যার জন একটি নাটকের অডিশনের ঘোষণা করেন।এবং সেই অডিশনে Handel Fane আসেন,আসলে খুনের দিনের ঘটনা কি ঘটেছিল তা স্ক্রিপ্টে লেখা থাকে এবং Fane বুঝতে পারেন তারা তাকে সন্দেহ করছে একজন খুনী হিসেবে।Fane বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি চলে যান এবং পরের দিন তার নতুন চাকরি সার্কাসে গিয়ে ক্লাউনের কাজ করার সময় উপর থেকে গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেন।
এবং ডায়না মুক্তি পায় গল্পের সমাপ্তি ঘটে।
হিচকক তার এই বিখ্যাত সিনেমা মার্ডারে Narrative বা আখ্যানকে সুন্দরভাবে দর্শকের সম্মুখে তুলে ধরেছেন।সমগ্র সিনেমাটিতে একাধিক আখ্যান তুলে ধরেছেন কিন্তু সিনেমাটির সম্পর্কে শুধুমাত্র Scene থেকে একাধিক Shot নিয়ে Narrative বিষয়টি তুলে ধরার চেষ্টা করব।
YOUTUBE LINK;-ALFRED HITCHCOCK: Murder
এই ফ্লিমটির প্লটটি কি তা আগেই বলা হয়েছে।এই ফ্লিমটিতে যে মেয়েটি(Diana Baring)কে খুনি হিসেবে দোষী সাব্যস্ত করা হলেও পরবর্তীতে দেখা যায় এই খুনটি আসলে করেছেন Handel Fane নামে সেই থিয়েটারেরই অন্য একজন ব্যাক্তি।এই ফ্লিমটির প্রায় প্রথম ও শেষের দিকের (১ ঘন্টা ১৯ মিনিটের পর একটি SCENE) কিছু কিছু Shot থেকে Narrative সম্পর্কে আলোচনা করা হয়েছে।
FILM টির শুরুতেই প্রথম দিকের কয়েকটি SCENE এর কিছু কিছু SHOT আখ্যানের গঠনটি কিভাবে ফুটে উঠে তা দেখানো হচ্ছে।
এবং ফ্লিমটির প্রায় শেষের দিকের কতগুলি SHOT এর মাধ্যমে FILM টির সমগ্র ফ্লিমটির NARRATIVE এর গঠনটিকে তুলে ধরা হয়েছে।
১ঃ১৯ঃ০১ এই দৃশ্যের শুরুতেই দেখা যায় চরিত্রটি তার নোটবুকে অডিশনের জন্য ডাকা ব্যাক্তি Hadel Fane এর নামটি দেখছেন,কিন্তু সেক্ষেত্রে ক্লোজ সটে দেখানো দৃশ্য দেখাচ্ছিলেন যথাসম্ভব পরিচালকের চোখে তাই এই Narrative এর Narrator ছিল পরিচালকের চোখ বা ক্যামেরা।
১ঃ১৯ঃ০১ এই দৃশ্যের শুরুতেই দেখা যায় চরিত্রটি তার নোটবুকে অডিশনের জন্য ডাকা ব্যাক্তি Hadel Fane এর নামটি দেখছেন,কিন্তু সেক্ষেত্রে ক্লোজ সটে দেখানো দৃশ্য দেখাচ্ছিলেন যথাসম্ভব পরিচালকের চোখে তাই এই Narrative এর Narrator ছিল পরিচালকের চোখ বা ক্যামেরা।
এবং এই দৃশ্যতেও ঠিক এমনটাই মনে হয় যে ব্যাক্তিটি তার পরনের হাতঘড়িটিও দেখছেন পরিচালকের চোখ দিয়ে তাই এই ক্ষেত্রেও আখ্যানের Narrator ছিল পরিচালক।
১ঃ২২ঃ০২ এই সময়ে দেখা যায় যখন পরিচালক John এবং Fane এর সাথে কথোপকথন চলাকালীন Fane সেই বাড়ির গার্ডের দিকে তাকালে ক্যামেরাটি এমন ভাবে প্যান করা হয় যেন Fane এর চোখ দিয়ে আমরা সেই লোকগুলির দিকে তাকিয়ে আছি এবং পরবর্তীতে এমন ভাবে পিছনে নিয়ে আসা হয় যেন Fane নামক ব্যাক্তিটি তার সেই দিক থেকে নজর ঘোরালেন।
১ঃ২৬ঃ০৫ প্রায় এই সময়ে দেখা যায় ক্লোজ শট নিতে নিতে হঠাৎই উপর থেকে শট নিতে। এই দৃশ্যটি দেখে মনে হতে পারে কোন ব্যাক্তি অজ্ঞাতসারে উপর থেকে বিষয়টি দেখছেন।এক্ষেত্রে narrator বলা যেতে পারে পরিচালককে।
তথ্য গুলি সংগ্রহ করেছি বিভিন্ন আর্টিকেল থেকে
Comments
Post a Comment