দৃশ্য বিশ্লেষণের মাধ্যমে আলফ্রেড হিচককের “সাসাপিসান” চলচ্চিত্রের বিষয়                                                      বা থিম প্রতিষ্ঠার ব্যাখা    

                                                     সাসপিশান (SUSPICION) 


                                                  সাসপিশান (SUSPICION)(১৯৪১) 

চলচ্চিত্রের নামসাসপিশান (SUSPICION) 
পরিচালকআলফ্রেড  হিচকক  
প্রধান চরিত্রেক্যারি গ্র্যানট (জনি এসগারথ) ও জোয়ান ফনটাইন (লীনা ম্যাকলেডল) 


                         “সাসপিশান”  ১৯৪১ সালে মুক্তিপ্রাপ্ত একটি থ্রিলার,যার পরিচালক হলেন বিখ্যাত চলচ্চিত্রকার আলফ্রেড  হিচকক।এই সিনেমাটির নামকরণ তার গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ,পরিচালকের অন্যান্য সিনেমার মতো এই চলচ্চিত্রেও গল্পের বিস্তৃতির সাথে সাথে রহস্য ও অজানা উদ্বেগ দর্শকের মনে দানা বাধতে শুরু করে।তার মূল কারণ গল্পটির বর্ণনারীতি বা আখ্যান।বিভিন্ন দৃশ্য যেমন গল্পটিকে এগিয়ে দিয়েছে তার চুড়ান্ত পরিণতির দিকেতেমনি দর্শকের মনে জন্ম দিয়েছে সন্দেহের।আলফ্রেড হিচকক সুদক্ষভাবে একাধিকবার দর্শককে ভুল পথে চালিত করে রহস্যের জাল বুনেছেন। এরই মধ্যে কিছু দৃশ্য আখ্যানকে বা ন্যারেটিভকে সুদৃঢ় করেছে এবং সমগ্র গল্পের বিষয়বস্তু বা থিমটিকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছে।উদাহরণস্বরূপ এই সিনেমার সামগ্রিক বিষয়বস্তু বা থিম প্রতিষ্ঠাকারী একটি নির্দিষ্ট  দৃশ্য নির্বাচন করে তার বিশ্লেষণ করা হল  

চলচ্চিত্রের বিষয় -  
                     লীনা ম্যাকলেডলের সাথে এক ট্রেন যাত্রায় জনি এসগারথের পরিচয় হয়,এরপর তাদের পরিচয় প্রেমে ও ক্রমে বিবাহে পরিণতি পায়,তবে এরই মধ্যে লীনা তার স্বামী জনির চরিত্র সমন্ধে জানতে শুরু করে।সে বুঝতে পারে যে জনি একজন মিথ্যেবাদী,জুয়াড়ি,ফুর্তিবাজ ও দায়িত্বজ্ঞানহীন যুবক যার প্রচুর টাকার ঋণ রয়েছে।এরপর নানা ঘটনা লীনার মনে জনির প্রতি সন্দেহের জন্ম দেয় যে তার স্বামী হয়ত জীবন বীমার টাকার জন্য তাকে খুন করার পরিকল্পনা করছে।তবে এই ছবি শেষ অবধি সেরকম কোনও ভয়ানক পরিণতিতে উপনীত হয়নি কিন্তু ছবিটি এক সন্দেহজনক অস্পষ্টতা নিয়েই শেষ হয়।  

                   এই ছবির বহু দৃশ্য দর্শকে ভ্রান্ত পথে চালিত করেছে,যাকে বলা হয় “ম্যাকগাফফিন”()।তবে ‘লীনা’ এর মনে তার স্বামীর প্রতি তথা তার উদ্দেশ্যের প্রতি এই দৃশ্যাবলীর ঘটনাপ্রবাহগুলি  সন্দেহের জন্ম দেয় যে তার স্বামী তাকে হত্যার পরিকল্পনা করছে,যা মুলত এই ছবিটির বিষয়বস্তু বা থিম এবং এই বিষয়টি প্রধানত প্রতিষ্ঠিত হয়েছে চলচ্চিত্রের শেষের অংশে অবস্থিত নৈশভোজনের দৃশ্যটিতে 


















                                               






Comments